ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ৫ গ্রাম মাদক হেরোইনসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধা সদর হাসপাতাল সংলগ্ন ফকিরপাড়া এলাকার মৃত তোজাম্মেল হোসেনের ছেলে সাহাদৎ হোসেন রতন (৩১) ও একই জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই হাট দূর্গাপুর এলাকার হায়দার আলী সরকারের ছেলে ফুয়াদ হাসান শাতিল (২৮)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে ঘোড়াঘাট উপজেলার খুদখোর এলাকায় ব্রীজে চেকপোস্ট স্থাপন করলে হিলি থেকে আসা ১ টি মোটরসাইকেলকে থামানোর সংকেত দেয় পুলিশ। পরে মোটরসাইকেলে ২ আরোহীর দেহ তল্লাশি করে সাহাদৎ হোসেন রতনের প্যান্টের পকেট থেকে ৫ গ্রাম হেরোইন যার আনুমানিক মূল্য ৫০,০০০/ হাজার টাকাসহ মাদক পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেল যার রেজিঃ নং ময়মনসিংহ-হ-১২-১১৬৩ হিরো হোন্ডা পেসন জব্দ করে ২ জনকে আটক করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবু হাসান কবির জানান, মাদকসহ ২ জনকে আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিদেরকে বুধবার দিনাজপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে এর সাথে জড়িত অপর ১ জনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।