গাইবান্ধা প্রতিনিধি:
‘মাইন্ডব্রিজ ট্রাস্ট’ এবং পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন (পুসাগ) এর যৌথ আয়োজনে গতকাল মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার ও বিশেষ অতিথি ছিলেন বিটিসিএল’র উপ-ব্যবস্থাপনা পরিচালক একেএম হাবিবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান, এনডিসি মো. শহিদুল ইসলাম, মাইন্ডব্রিজ ট্রাস্টের পক্ষে আরিফুল ইসলাম বাবু, পুসাগের সভাপতি হুসেইন মো. জীম, নির্বাহী সভাপতি ডা: তন্ময় নন্দী, সাধারণ সম্পাদক একে প্রামানিক পার্থ প্রমুখ।
প্রধান অতিথি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার ভার্চুয়ালী তাঁর বক্তব্যে বলেন, আমাদের যুব সমাজরা যাতে সঠিক পথে পরিচালিত হয় সেজন্য সরকারের পাশাপাশি সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের ভুমিকা রাখতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে ভবিষ্যৎ জীবন গড়ে তোলার স্বপ্ন দেখেন এবং সামনের দিকে এগিয়ে যেতে পারেন এজন্য সকল আধুনিক প্রযুক্তি কাজে লাগাতে হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৪৮ জন শিক্ষার্থীকে সম্মাননা ও এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।