প্রেস বিজ্ঞপ্তি:
আবেদুর রহমান স্বপন গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারন সম্পাদকের দায়িত্ব পেলেন। গতকাল শনিবার গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হকের সভাপতিত্বে নির্বাহী কমিটির এক সভায় এ দায়িত্ব প্রদান করা হয়। গাইবান্ধা প্রেস ক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক আবু জাফর সাবু’র মৃত্যু জনিত কারনে পদ শুন্য হলে তিনি সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) নির্বাচিত করা হয়। তিনি ১৯৯৯ সাল থেকে গাইবান্ধা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আবেদুর রহমান স্বপন বিটিভি’র গাইবান্ধা প্রতিনিধি। তিনি গাইবান্ধার গণমাধ্যম ও সাংবাদিকতায় আশির দশকের শুরুতেই সাপ্তাহিক গণপ্রহরী, দাবানল, দৈনিক জনপদ, অর্থনীতি, তরুন বার্তা সহ বিভিন্ন পত্র পত্রিকার সাথে যুক্ত ছিলেন। সাধারণ সম্পাদক দায়িত্ব প্রদান করায় গাইবান্ধার সামাজিক, সাংস্কৃতিক ও পেশা জীবি সংগঠনের পক্ষে তাকে শুভেচ্ছা ও অভিন্দন জানানো হয়েছে।