পলাশবাড়ী প্রতিনিধি :
গাইবান্ধাা পলাশবাড়ীতে রংপুর-ঢাকা মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটো রিকশার ৪ যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আরো দুই যাত্রী আহত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে জেলার পলাশবাড়ি-রংপুর মহসড়কের উত্তর বাসস্টান্ড (পাম্প) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল যাত্রীবাহী একপি সিএনজি চালিত অটোরিকশা পলাশবাড়ি থেকে সাদুল্যাপুরের ধাপেরহাটের দিকে যাচ্ছিল। উত্তর বাসস্টান্ড স্থানীয় শিক্ষা অফিসের সামনে রংপুর থেকে বগুড়াগামী একটি কাভার্ডভ্যান সিএনচি চালিত অটো রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনযাত্রীর মৃত্যু হয়। আরেকজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। তবে নিহতদের মধ্যে একজন নারী রয়েছে। আহতের পলাশবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে যায়।
পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দোষীদের আইনের আওতায় আনা হবে।