প্রতিনিধি, গ্রাইবান্ধা:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকিকে (৩০) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। খুনিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টীম রাত থেকে অভিযানে পরিচালনা করছে।
রবিবার (১১ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নিহত রকির স্বজনরা জানান, উপজেলার কঞ্চিপাড়ার বাড়ি থেকে শহরে ওষুধ কিনতে শহরের পুরাতন বাজারে যাওয়ার সময় পুর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরি মোড়ে পৌঁছালে কাঞ্চান নামে স্থানীয় এক যুবক ও তার সহযোগীরা মটর সাইকেলের গতিরোধ করে এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় রকির সাথে থাকা তিনবন্ধু বন্ধু প্লাবন, মমিন, সোহেলও আহত হয়।
স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে গাইবান্ধা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রকিকে মৃত ঘোষনা করেন। সে ফুলছড়ি উপজেলার মধ্য কঞ্চিপাড়ার সৈয়দার রহমানের পুত্র।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ কায়সার আলী জানান স্থানীয় দলীয় বিরোধে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।
এঘটনায় অভিযুক্ত কাঞ্চন ও তার সহযোগীদের গ্রেফতারের পুলিশের একাধিক টীম অভিযান চালাচ্ছে বলে জানান সদর থানার অফিসার্স ইনচাজং (ওসি) মাহফুজার রহমান।