আফতাব হোসেন:
কঠোর লকডাউনের প্রথম দিনে গাইবান্ধার সাঘাটা উপজেলাতেও সরকারি-বেসরকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কিছু-কিছু এলাকায় ু দোকান খোলা থাকতে দেখা গেছে। দোকানের একপাশ খোলা রেখে গোপনে বেচাকেনার হয়েছে। তবে হাট-বাজার, হোটেল রেষ্টুরেন্টগুলো বন্ধ ছিল। তবে, সাঘাটা, কচুয়াহাট, ডাকবাংলা, জুমারবাড়ি, বারকোনা, বোনারপাড়া, মুন্সিরহাট, নয়বন্ধর, ভরতখালী, উল্ল্যাবাজার, বটতলা, ভ্ঙ্গাামোড় বাজারের বেশ কিছু দোকান সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা ছিল। সাঘাটা থানা পুলিশ এসব এলাকায় গিয়ে দোকান বন্ধ করে হয়।
এদিকে, দোকান খোলা থাকায় এবং সরকারের নির্দেশনা না মানায় ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ৮টি মামলা করে এবং এসময় ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
সাঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) বেলাল হোসেন জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জনসচেতনতার পাশাপাশি সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। নিদের্শনা মোতাবেক যেসমস্ত দোকানপাঠ খোলা থাকার কথা সেগুলোর বাইরে এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সাঘাটায় ৮টি মামলা এবং ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।