ডেস্ক রিপোর্ট: বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর প্রতিষ্ঠাতা নির্বাহী প্রধান ও দৈনিক আজকের জনগণের প্রকাশক-সম্পাদক এম. আবদুস্ সালাম ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকার বনানীস্থ বাসায় ফিরেছেন। তাঁর হার্টে দুটি রিং পরানো হয়েছে। তিনি বর্তমানে সুস্থ ও স্বাভাবিক আছেন।
আজ (ম্ঙ্গলবার) বিকাল ৪টায় তাঁর ফেসবুকে জানান, সৃষ্টিকর্তার অশেষ কৃপা এবং আপনাদের সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসায় আমি গতকাল হাসপাতাল থেকে ঢাকার বাসায় ফিরেছি এবং অনেকটাই স্বাভাবিক বোধ করছি।
এই অসুস্থতার সময়ে আপনারা সকলেই যেভাবে আমার পরিবারের সদস্যদেরকে ফোনে, এস.এমএস করে, ইমেইলে, সরাসরি এমনকি আমার সহকর্মীদের মাধ্যমেও আমার চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন, সহযোগিতা করেছেন , পরিবারের সদস্যদের পাশে থেকেছেন, পরামর্শ ও সাহস দিয়েছেন- এ জন্য আমি আপনাদের সকলের কাছে গভীরভাবে কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই।
আশা করি, আপনাদের ভালোবাসায় আগামী সপ্তাহ থেকে আমার উপরে অর্পিত দায়িত্ব পালন করতে পারবো- ইনশা্ আল্লাহ্!