1. aftabguk@gmail.com : aftab :
  2. ashik@ajkerjanagan.net : Ashikur Rahman : Ashikur Rahman
  3. chairman@rbsoftbd.com : belal :
  4. ceo@solarzonebd.com : Belal Hossain : Belal Hossain
×
     

এখন সময় দুপুর ১:৩২ আজ শুক্রবার, ২রা আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ৮ই সফর, ১৪৪৩ হিজরি
ফেসবুক বন্ধুজনে ভালোবাসা কলমে

  • সংবাদ সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৮৩ বার দেখা হয়েছে
ফেসবুক বন্ধু জনে মোর তরে ভালোবাসা,
জনম বন্ধন যেন রক্তের সাথে গাঁথা।
তাদের ভালোবাসার ঋণ শুধিবো কেমনে,
এই ভেবে লেখা মোর বন্ধু সর্বজনে ।
তোমাদের ভালোবাসায় আজ আমি ব্যাকুল,
কিভাবে শুধিবো ঋণ ভেবে পাইনা কুল।
কেহ বলে তাহের ভাই লেখা চালিয়ে যাও,
কেহ বলে তাহের পাগল তাই লেখে ফাও।
সবার কথায় আমি লেখতে উৎসাহ পাই,
তাই নিরন্তর ভালোবাসা সবারে জানাই।
বন্ধুজন কষ্ট করে মোর কবিতা পড়ে,
ভালো লাগলে উৎসাহ দেয় মন্তব্য করে।
শুধু কি তাই, মুল্যবান সময় নষ্ট করে,
ফোনেতে এমবি তুলে মোর লেখা পড়ে।
পাঁচ হাজার বন্ধু মোর ফেসবুক জুড়ে,
তাদেরও আছে তো বন্ধু হাজারে হাজারে।
কেউ মোরে লাইক দেয় বড় ভালোবেসে,
কেউ আবার এড়িয়ে যায় অট্টহাসি হেসে।
কেউ আবার ভালোবেসে বিষয় দিয়ে দেয়,
ওই কবিতা লেখলে পরে অনেক খুশি হয়।
হাজারো কবিতা মোর আছে প্রাণ জুড়ে,
ভালোবাসা দিলে মোরে দিবো প্রাণ ভরে।
সবশেষে মোর দাবি সবার থেকে চাই,
মন্তব্যর সাথে সাথে শেয়ার করবে ভাই।
কবি: সাংবাদিক আবু তাহের
সংবাদটি শেয়ার করুন

এই ধরনের আরো সংবাদ