1. aftabguk@gmail.com : aftab :
  2. ashik@ajkerjanagan.net : Ashikur Rahman : Ashikur Rahman
  3. chairman@rbsoftbd.com : belal :
  4. ceo@solarzonebd.com : Belal Hossain : Belal Hossain
×
     

এখন সময় রাত ৯:৫৩ আজ সোমবার, ১৮ই শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ, ২রা আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ২২শে জিলহজ, ১৪৪২ হিজরি
রংপুরে বাড়ির উঠানে বিরল প্রজাতির লক্ষীপেঁচা

  • সংবাদ সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ১৭১ বার দেখা হয়েছে

রংপুর প্রতিনিধি:
রংপুরে ঝড়ের কবলে পড়ে অসুস্থ একটি পেঁচা স্থানীয় এক বাড়ী থেকে উদ্ধার করা হয়েছে। বন বিভাগ এটিকে বিরল প্রজাতির লক্ষীপেঁচা বলে ধারণা করছে।

বুধবার রংপুরে ওপর দিয়ে ঝড়ের কবলে পড়ে অসুস্থ পেঁচাটি বাসার কোনো এক জায়গায় এসে পড়েছিল।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে ধাপ ইঞ্জিনিয়ারপাড়া কবি মাহবুবুজ্জামানের বাসা থেকে পেঁচাটি উদ্ধার করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে কবি মাহবুবুজ্জামানের বাড়ির উঠানে পড়ে থাকা পেঁচাটির উপর একঝাঁক কাক আক্রমণ করে। এ সময় মাহবুবুজ্জামানের ছেলে জাগরণ ইসলাম পেঁচাটিকে উদ্ধার করে খাঁচায় বন্দি করে।

বন বিভাগের রংপুর রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায়, বোটম্যান গোলাম নুর ঘটনাস্থলে যান ও চিকিৎসার জন্য পেঁচাটিকে বন বিভাগে নিয়ে আসেন।

জাগরণ ইসলাম বলেন, সকালে বাড়ির উঠনে পেঁচাটিকে দেখতে পাই। পেঁচাটিকে কাক ঘিরে রেখেছিল। আমি ওই সময়ে উদ্ধার করে খাঁচাবন্দি করি।

সামাজিক বন বিভাগ রংপুর রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, উদ্ধার হওয়া পেঁচাটি বিরল প্রজাতির। ধারণা করা হচ্ছে, এটি লক্ষীপেঁচা। এই পেঁচাটি বাংলাদেশের জন্য বিরল ও বিলুপ্তপ্রায়।

বন বিভাগে নিয়ে অসুস্থ পেঁচাটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পেঁচাটিকে সুস্থ করে উন্মুক্ত করে দেয়া হবে বলে জানান ওই বন কর্মকর্তা।।
সংবাদটি শেয়ার করুন

এই ধরনের আরো সংবাদ