পীরগাছা(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুল ইউনিয়ন শাখার বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। শনিবার(৩মার্চ) সন্ধায় যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ পীরগাছা উপজেলা শাখার আহবায়ক ও ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন।
উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন শাখা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে অতিথিবৃন্দের বক্তব্য শেষে বিনা প্রতিদ্বন্দিতায় শাহিন পাটোয়ারীকে সভাপতি হিসেবে ঘোষনা করা হয়। পরে সাধারন সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। প্রতিদ্বন্দি প্রার্থী এরশাদ প্রার্থীতা প্রত্যাহার করেন। মোস্তাফিজার রহমান মিশন, নুরুল ইসলাম সবুজ ও মোন্নাফ মিয়া সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করেন। এর মধ্যে মোস্তাফিজার রহমান মিশন ৭১ ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে বিজয়ী হন। ওই ইউনিয়নের মোট কাউন্সিলার ১০২ জন।
ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে নাহিদ হাসান লিটন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ পীরগাছা উপজেলা শাখার সভাপতি তছলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ পীরগাছা উপজেলা শাখার যুগ্ন আহবায়ক ডাঃ জাহিদুল হক সরকার জাহিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক আবু তারেক পাভেল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর জেলা শাখার যুগ্ন আহবায়ক কামরুজ্জামান শাহিন, শেখ সাদী , লক্ষীকান্ত দাস, লুৎফে আলী রনি ও সদস্য দ্বিজেল প্রমুখ।