আনন্দ, বিষাদে, প্রথায়
প্রকৃতির মঝে প্রশান্তির ছোঁয়া
বিধাতার ফুলে ফলে
মহাজ্ঞানীর জ্ঞানের ছোঁয়া ছন্ধবদ্ধ
বইয়ের পরিমন্ডলে।
নিঃস্বার্থ বন্ধু, ফুল বই, ছন্দ হায়িয়েছিল
করোনার ক্রান্তিকালে
জীবন চলার দুঃসময়ের মত, দোষ কিংবা
অযোগ্যতায় নয়, গুণীজনে বলে।
যুগে যুগে ফুলের উপমায় সৌন্দর্য্যে
কবিরা উচ্ছসিত
ফুল চাষের অথৈনীতি ব্যবহারের সৌজন্যে
বিশে^ সমাদৃত।
আম্রকুলে সরিষা ফুলে জাফরান রঙেঁ
বসন্ত সাঁজে
ফুলের সাথে পাতাবাহার অর্থবহ
শিল্প এবং শিল্পীর কাজে।