ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ডিগ্রী কলেজের খেলার মাঠে সবজির বাগান সম্পর্কিত ফেসবুকে পোস্টের ভিত্তিতে সরেজমিন পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কঞ্চিপাড়া ডিগ্রী কলেজের খেলার মাঠ নষ্ট করে সবজির বাগান করা হয়েছে বলে কয়েকজন ফেসবুক ব্যবহারকারী পোস্ট করে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে ঘটনার সত্যতা যাচাইয়ের লক্ষে কঞ্চিপাড়া ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি ও ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন বুধবার (১০ ফেব্রæয়ারী) দুপুরে কলেজ মাঠ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের মন মানসিকতাকে বিকশিত করার লক্ষে এবং কলেজে শিক্ষার্থীদের আনন্দদায়ক পরিবেশে আকৃষ্ট করার লক্ষে ফুলের বাগান করা হয়েছে। এতে খেলার মাঠের কোন ক্ষতি হয়নি। কলেজের সুনাম ক্ষুন্ন করার জন্য কিছু ব্যক্তি ভুল বুঝে বিভ্রান্তকর তথ্য পরিবেশন করায় প্রতিষ্ঠানের ভাবমুর্তি নষ্ট হচ্ছে। তিনি সকলকে দায়িত্বশীল আচরণ করে প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুন্ন রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।