সুখ বাদশা, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে হোসাইন আহমেদ শাফি (৩) নামের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের একটি পরিত্যাক্ত বাড়ি থেকে শিশুটির লাশ উদ্ধার করে রৌমারী থানা পুলিশ। শুক্রবার (৫ ফেব্রæয়ারি) রাত ১১ টায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ারচর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত শাফি উপজেলার তেকানীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহেদুল ইসলামের ছেলে।
শিশুটির পরিবার সুত্রে জানা গেছে, শুক্রবার বিকাল থেকে তাকে খুঁজে না পাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয় এবং পরে সন্ধ্যায় রৌমারী থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেছে শিশুটির পরিবার। নিখোঁজের ৭ ঘন্টা পর স্থানীয়রা পরিত্যক্ত বাড়িতে একটি বস্তা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে। পরে পুলিশ লাশ উদ্ধার করে পরদিন শনিবার ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান, শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। ময়না তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।