আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম প্রতিনিধি :
সারা বাংলাদেশের পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র ছাত্রীদের সমস্যা সমাধানে ৪ দফা দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের সাধারন ছাত্র ছাত্রীরা। বুধবার সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে ছাত্র ছাত্রীরা অটোপাশের মাধ্যমে ১ বছর লস কমানো,১ম ৩য়,৫ম ও ৭ম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা গ্রহন,সকল অতিরিক্ত ফি এবং প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি প্রত্যাহার, সহ ২০২১ সালের মধ্যে ডুয়েট সহ অন্যান্য সকল প্রযুক্তি বিশ্বঃবিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধির ৪ দফা দাবী তুলে ধরেন।
এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র মোঃ জুলফিকার মাধুর্য,মাহফুজুর রহমান,সুমন আলী,কেয়া ও রিতু।এ সময় তারা তাদের দাবী মেনে নেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ জানান।