আফতাব হোসেন:
সাইবার ক্রাইম অপরাধ নিয়ন্ত্রণ করা এখন বড় চ্যালেঞ্জ, এজন্য দেশের আইন-শ্ঙ্খৃলা বাহিনীকে উন্নত প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ ও আধুনিকায়ন করতে সরকার পদক্ষেপ নিয়েছে বলে জানান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। তিনি আরো বলেন, আইন-শ্ঙ্খৃলা নিয়ন্ত্রণের পাশাপাশি যেকোন দুর্যোগে প্রধানমন্ত্রীর আহবানে আইন-শ্র্ঙ্খলা বাহিনী জনগণের সাথে কাজ করে যাচ্ছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যাব-১৩ রংপুরের উদ্যোগে র্যাব সেবা সপ্তাহ কর্মসূচির আওতায় আজ দুপুরে গাইবান্ধার বালাসীঘাট এলাকায় ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চলের দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, রংপুর রেঞ্জের ডিআইজি দেবাশীষ ভট্টাচার্য, জেলা প্রশাসক মো. আবদুল মতিন, র্যাবের উপ-মহাপরিচালক কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন র্যাব-১৩ রংপুরের অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যাব-১৩ রংপুরের উদ্যোগে র্যাব সেবা সপ্তাহ ২০২১ কর্মসূচির আওতায় তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা বেষ্টিত চরাঞ্চলের ৮ হাজার দুস্থ মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে।