ডেস্ক রিপোর্ট: গাইবান্ধা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী মির্জা হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল থেকে রংপুরে ভর্তি করা হয়েছে।
বুধবার (০৬ জানুয়ারি) স্বতন্ত্র প্রার্থীর ভাই মেহেদী হাসান তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার রক্তচাপ নিয়ন্ত্রণে আসায় রংপুরে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে সকালে মির্জা হাসানের বড় ভাই মেহেদী হাসান তার ফেসবুকে অসুস্থ ভাই মির্জার ছবি দিয়ে সবার কাছে দোয়া চান।
তিনি লেখেন, ‘আমার ছোট ভাই মির্জা হাসান সকাল থেকে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে নেওয়া হয়। তার নাক দিয়ে রক্ত পড়ছে এবং হাত-পা বেঁকে আসছে। তাকে নিয়ে গাইবান্ধা জেলা হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজের উদ্দেশে রওনা হলাম।’
মির্জা হাসানের জন্ম ও বেড়ে ওঠা গাইবান্ধা সদরের রামচন্দ্রপুরের ভাটপাড়া গোপালপুর গ্রামে। ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
ঠিকাদারি পেশায় তিনি নিয়োজিত ছিলেন। দীর্ঘদিন রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এবার গাইবান্ধা পৌরসভা নির্বাচনে জগ প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা হাসান।
আসছে ১৬ জানুয়ারি গাইবান্ধা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বর্তমানে মির্জা হাসান অনেকটা ঝুঁকিমুক্ত হয়েছেন এবং অনেকটা সুস্থ হয়েছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন এবং দ্রুত নির্বাচন মাঠে আসবেন বলে আশা করছেন।