সাঘাটা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তুহিন হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটের সভাপতিত্বে এবং আসাদুজ্জামান রতনের সঞ্চলনায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব, পুলিশ পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল আলম, সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী মন্ডল, সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম বাবু প্রমূখ।
করোনা পরিস্থিতির মধ্যে ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ সমাগ্রী বিতরণ করার উদ্যোগকে স্বাগত জানিয়েছে অভিভাবক ও সুধিজনেরা।