গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার নব গঠিত কার্যনির্বাহী কমিটি বিধি মোতাবেক না হওয়ায় বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ২১ ডিসেম্বর ,২০২০ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদের অতিরিক্ত সচিব মো. মাসুদ করিম স্বাক্ষরিত পত্রে ৭ (সাত) সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করে একটি পত্র ইস্যু করা হয়। অ্যাডহক কমিটিতে গাইবান্ধা জেলা প্রশাসককে সভাপতি, পুলিশ সুপারকে সহ-সভাপতি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কে সাধারণ সম্পাদক এবং আবু বকর সিদ্দিক, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, পিয়ারুল ইসলাম ও শাহ আহসান হাবীব রাজিবকে সদস্য করা হয়। সেইসাথে আগামী তিন মাসের মধ্যে বিধিমোতাবেক গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়।
উল্লেখ্য, চলতি বছর ০৫ অক্টোবর গাইবান্ধা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও নির্বাচন কমিশনার সোহেল রানার সভাপতিত্বে আব্দুর রশীদ সরকার, রাগীব হাসান চৌধুরী হাবলু, আব্দুল লতিফ হক্কানী, আনোয়ারুল কাদির ফুল মিয়াকে সহ-সভাপতি, এ্যাড. শাহ মাসুদ জাহ্ঙ্গাীর কবীর মিলনকে সাধারণ সম্পাদক, রকিবুল ইসলাম রিটক কে অতিরিক্ত সাধারণ সম্পাদক করে ২০২০-২০২৪ মেয়াদে চার বছর মেয়াদে ২০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছিল।