সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিরিধি:
সাদুল্লাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাফিজার রহমান ফারুকের পিতা ফজলার রহমান (৭৬) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
রোববার (২০ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে সাদুল্লাপুর শহরস্থ নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফজলার রহমান জীবদ্দশায় সাদুল্লাপুর বহুমূখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এছাড়া ইউনিয়ন পরিষদের সদস্য, সাদুল্লাপুর ডিগ্রী কলেজের গর্ভানিং বডির সদস্য, সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
মরহুমের জানাজা নামাজ সোমবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টায় সাদুল্লাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার পর কেন্দ্রীয় কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।
তার মৃত্যুতে সাদুল্লাপুর উপজেলা প্রশাসন, রাজনৈতিক, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশিল সমাজ, সাদুল্লাপুর প্রেসক্লাব, উপজেলার কর্মরত সাংবাদিকরা ও জাগো২৪.নেট এর পক্ষ থেকে বিদেহী আতœার শান্তি কামনাসহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন