দারিয়াপুর প্রতিনিধি :
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর শহিদ মিনার পাদদেশে বিউটি খাতুনের লেখা কবিতাপত্র “আমার বাংলাদেশ”-এর মোড়ক উন্মোচন করা হয়। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে কবিতাপত্রের মোড়ক উন্মোচন করেন দারিয়াপুর অঞ্চলের সাংস্কৃতিক সুধিজন।
কবিতাপত্রের মোড়ক উন্মেচন পর্বের আলোচনায় বক্তব্য রাখেন, সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুর রাজ্জাক রেজা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পরিতোষ কুমার বর্মন বটু, অধ্যাপক কিরণ-ময়-বর্মণ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াশিউল হাবিবসহ আরও অনেকে। মোড়ক উন্মোচন কালে স্বরচিত কবিতা পাঠ করেন কবি বিউটি খাতুন।
কবি বিউটি খাতুন ১৯৭৬ সালে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের বারুইপাড়া গ্রামে জন্মগ্রহন করেন। তিনি বর্তমানে দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে কর্মরত আছেন। স্বামী আসাদুজ্জামান কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমি স্কুলের প্রধান শিক্ষক। তার দুই মেয়ে ও এক ছেলে। তিনি শিক্ষকতার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে সম্পৃক্ত রেয়েছেন।