নাজমুল হোসেন রানিশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর ২০২০ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাণীশংকৈল উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় রাণীশংকৈল উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন।
রানীশংকৈল উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও রানিশংকৈল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, রানীশংকৈল থানার তদন্ত ওসি আব্দুল লতিফ শেখ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদীকা ফরিদা ইয়াসমিন,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান,মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার ও প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সকল অফিসের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।