গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে ৬ই থেকে ৮ই ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে আজ বুধবার এক অ্যাডভোকেসি সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মো: আবদুল মতিন।
জেলা পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক ডা. ফারুক আপন নুর, মো. রেদোয়না ইসলাম, সাংবাদিক আবেদুর রহমান স্বপন, মো. আসাদুজ্জামান সরকার, মো. জি.এম আব্দুর রহিম প্রমুখ। বক্তারা বলেন, জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে পরিবার ও পরিকল্পনা কার্যক্রম জোরদার করতে হবে।