পীরগঞ্জ, রংপুর সংবাদ দাতা : পীরগঞ্জে কাঠখরি দিয়ে ইট পুরানোর মহাউৎসব চালাচ্ছে ইট ভাটার মালিক। সরজমিনে এগিয়ে দেখা যায় উপজেলা ১নং চৌত্রকোল ভেন্ডাবাড়ী পীরেরহাটে কৃষি জমির উপরে ইটভাটা স্থাপন। এ বিষয়ে ইট ভাটার মালিককে না পেয়ে মোবাইল ফোনে ইট ভাটার পরিবেশের ছাড়পত্র, ট্রেড লাইসেন্স অনুমোদনের কাগজপত্রের কথা বললে তিনি এ প্রসঙ্গে কথা বলতে নারাজ। এ বিষয়ে বোঝা যায় যে, কোন কাগজ পত্র ছাড়াই ইট ভাটা চালাচ্ছে কিছু অসাধু ইট ভাটার মালিক। বিষয়টি উদ্ধতন কর্মকর্তা হস্তক্ষেপ কামনা করছে এলাকার সুধি মহল।