প্রেস বিজ্ঞপ্তি: আজ ভোররাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার এসআই আকতার,অনিমেষ ও এএসআই মাসুদের সমন্বয়ে একটি টিম নিয়মিত চেকিং এর সময় ঘোড়াঘাট-গোবিন্দগন্জ আঞ্চলিক মহাসড়কের কাঁটামোড় নামক স্থানে দিনাজপুর হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে বাসযাত্রী ৫০ বোতল ফেনসিডিলসহ ২জনকে আটক করেছে।
আটককৃতরা হল আসাদুল ইসলাম (২৭), পিতা আব্দুর রহিম। তার বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার ভাদুরী গ্রামে। আরেক আসামীর নাম সাদ্দাম হোসেন (২৪), পিতা লালমিয়া, বাড়ি ঘোড়াঘাট থানার দামুদারপাড়া গ্রামে। উল্লেখ্য যে, আসামি সাদ্দাম নকল ফেনসিডিল তৈরির কাজে জড়িত। উদ্ধার কৃত ৫০ বোতল ফেনসিডিলের মূল্য অনুঃ ৩৫ হাজার টাকা। আসামিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু হয়েছে।