নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের ঝাউডাঙ্গা গ্রামের পাশে এক বাগান থেকে জুয়া খেলার সময় ০২ জনকে জুয়ার সরঞ্জামসহ গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের ঝাউডাঙ্গা গ্রামের এক বাগানের পাশে কিছু জুয়াড়ি টাকার বিনমিয়ে তাস (জুয়া) খেলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশের এস আই গোরাচাঁদ সহ সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে ১. মিলন খান (৩৮) ২. সহিদুল ইসলাম(২৭) উভয় সাং ঝাউডাঙ্গা শালনগর সর্ব থানা- লোহাগড়া, জেলা- নড়াইল ১১/১১/২০২০ অনুমানিক রাত সাড়ে ১০ ঘটিকার সময় ঝাউডাঙ্গা গ্রামের বাগানের পাশে তাদের আটক করা হয় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম জ্বব্দ করা হয়।
গ্রাম বাসিদের সাথে কথা বলে জানা যায় জুয়াড়িরা টাকার বিনিময়ে বিভিন্ন স্হানে ভাড়ায় জুয়া খেলে আসছিল এবং বিভিন্ন খারাপ অপকর্মে লিপ্ত ছিলো।
আসামীদের গ্রেফতার করে থানা হেফাজতে রাখা হয় এবং আজ সকালে আদালত এ প্রেরণ করা হয়েছে। এস আই গোরাচাঁদ বলেন গোপন সংবাদ এর ভিত্তিতে আসামীদের গ্রেফতার করেছি এবং আজ সকালে আদালাত এ প্রেরণ করা হয়েছে।