গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধায় ইউএনডিপি’র সহায়তায় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) ও স্থানীয় সরকার অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত স্বপ্ন প্রকল্পের উপকারভোগীদের আর্থসামাজিক উন্নয়নে লক্ষ্যে স্থানীয় ভলন্টিয়ারদের নিয়ে গাবাদি পশুপালন বিষয়ে ৫দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
আজ সকালে গণ উন্নয়ন কেন্দ্রর প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক রোখছানা বেগম, ইউএনডিপি’র প্রতিনিধি আহাম্মাদুল কবির, জাহিদুল হক ও প্রশিক্ষক নারায়ন চন্দ্র, জিইউকের সমন্বয়কারী আফতাব হোসেন।