প্রেস বিজ্ঞপ্তি: কবি, সাহিত্যক, লেখক কবি সরোজ দেব অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। জননন্দিত এই এই কবির অসুস্থতার সংবাদে তাকে দেখতে যান গাইবান্ধা থেকে প্রচারিত অনলাইনভিত্তিক প্রান্তিক টিভির ভিডিও এডিটর মেহেদি মাসুদ। এসময় মাসুদ তার পাশে কিছু সময় পার করেন এবং সুস্থতা কামনা করেন। তবে কবি সরোজ দাদা অনেকটাই ভাল আছেন এবং এসময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।