হাবিবুর রহমান নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় নবগঙ্গা ভুমিহীন অধিকার আন্দলোন কমিটি এর উদ্যোগে অন্যায় অযৌতিক নদী খনন বন্ধের দাবিতে এবং উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মানবন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
লক্ষীপাশা আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল শনিবার সকালে সমাবেশ অনুষ্টিত হয়েছে। ঘণ্টাব্যাপি সমাবেশ স্থানীয় শত শত লোকের উপস্থিতি লক্ষ করা গেছে।
সমাবেশে উপস্তিত ছিলেন নবগঙ্গা ভুমিহীন অধিকার আন্দলোন কমিটির সভাপতি শেখ নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক খন্দকার বিল্লাল হোসেন,সহ- সভাপতি, খান রেজাউল করিম,সহ-সভাপতি বি এম বরকত বিশ্বাস,সহ-সভাপতি শেকেন্দার হায়াত,প্রধান বক্তা এডভোকেট মন্টু ঘোষ,প্রধান সমন্বয়ক তুহিন শেখ,খন্দকার শওকত,আব্দুর রউফ শেখ,সাংবাদিক খায়রুল ইসলাম,সাংবাদিক খায়রুল আলমসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন নদী খনন কে আমরা সাধুবাদ জানাই কিন্তু অন্যায় ভাবে নদি খনন করার কারন এ অনেক পরিবার ভূমিহীন হয়ে পড়ছে তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট অন্যায় অযৌতিক নদী খনন বন্ধ এবং ক্ষতিপূরণ এর দাবী জানান।