ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ২৬ অক্টোবর এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, রুহিয়া থানাধীন ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষপুর গ্রামের আব্দুল কাদের এর ছেলে রাসিদুল ইসলাম বাবু (১৯) ।গত কয়েকদিন যাবত রুহিয়া ডিগ্রী কলেজের সামনে এক স্কুল ছাত্রীকে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করে আসছিল।
সোমবার বিকেলে রুহিয়া আরএফসি’র সামনে আবার ওই স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে রাখে। রুহিয়া থানা পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পুলিশ ঘটানাস্থল থেকে রাসিদুল ইসলাম বাবুকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে ইভটিজিং আইনে সাজা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল-মামুন।
বিষয়টি নিশ্চিত করেন রুহিয়া থানার উপ-পরিদর্শক মোঃ আব্দুল হালিম খান।