1. aftabguk@gmail.com : aftab :
  2. ashik@ajkerjanagan.net : Ashikur Rahman : Ashikur Rahman
  3. chairman@rbsoftbd.com : belal :
  4. ceo@solarzonebd.com : Belal Hossain : Belal Hossain
×
     

এখন সময় দুপুর ২:৫২ আজ শুক্রবার, ১২ই অগ্রহায়ণ, ১৪২৭ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ, ১২ই রবিউস সানি, ১৪৪২ হিজরি
মানুষের মস্তিষ্কে করোনার জীবাণু বাঁচতে পারে ১০ বছর!

  • সংবাদ সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৩০ বার দেখা হয়েছে

মানুষের মস্তিষ্কে করোনাভাইরাসের জীবাণু ১০ বছর টিকে থাকতে পারে বলে যুক্তরাজ্যের একটি গবেষণায় উঠে এসেছে।লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ওই গবেষণায় বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন, প্রাণঘাতী এ ভাইরাস মানুষের মস্তিষ্কের কার্যকারিতা ৮ দশমিক ৫ শতাংশ ধ্বংস করে দেয় এবং নানা ধরনের মানসিক সমস্যার সৃষ্টি করে। খবর আরব নিউজের।

৮৪ হাজার ২৮৫ জনের ওপর সমীক্ষা চালিয়েছে ওই গবেষক দল। এতে দেখা গেছে, করোনা থেকে কয়েক সপ্তাহ বা মাস পর মুক্তি পেলেও এর প্রভাব রয়ে যায় রোগীর দেহে।

করোনা থেকে সেরে ওঠার পর অনেকের স্মৃতিশক্তি লোপ পেতে থাকে। এসব ক্ষেত্রে ধরে নিতে হবে তার মস্তিষ্কে এখনও ভাইরাসটির বসবাস।

এর প্রভাব কী পর্যন্ত থাকবে তা নির্ধারণ করতে না পারলেও বিজ্ঞানীরা বলছেন সেরে ওঠার ১০ বছর পর্যন্ত এর প্রভার থাকতে পারে।
সংবাদটি শেয়ার করুন

এই ধরনের আরো সংবাদ