1. aftabguk@gmail.com : aftab :
  2. ashik@ajkerjanagan.net : Ashikur Rahman : Ashikur Rahman
  3. chairman@rbsoftbd.com : belal :
  4. ceo@solarzonebd.com : Belal Hossain : Belal Hossain
×
     

এখন সময় বিকাল ৩:২৯ আজ বৃহস্পতিবার, ১৩ই মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৩ হিজরি
সুন্দরগঞ্জে অটোচাপায় শিশু, বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • সংবাদ সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ১৮৬ বার দেখা হয়েছে

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের দক্ষিণ পরাণ গ্রামে অটোবাইকের চাপায় সুবর্ণা আক্তার (৮) নামে এক শিশু ঘটনা স্থলেই নিহত হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে একটি ব্যাটারী চালিত অটোবাইক শোভাগঞ্জ থেকে গণশারহাট ভায়া সুন্দরগঞ্জগামী গ্রামীণ পাকা সড়কযোগে যাবার পথে দক্ষিণ পরাণ গ্রামে পৌঁছিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় শিশু সুবর্ণা অন্যান্য সাথীদের সঙ্গে খেলতে গিয়ে রাস্তা পাড়াপাড় হচ্ছিল। সুবর্ণা ঐ গ্রামের স্বপন মিয়া-নাজমা বেগম দম্পত্তির মেয়ে। ঘটনার পর ঘাতক অটোবাইকসহ চালক আব্দুর রহিমকে আটক করা হয়েছে। চলক রহিম পার্শবর্তী মধ্য-পরাণ গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সামিউল ইসলাম জানান, অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে দৌড়ে রাস্তা পাড়াপাড়ের সময় চলন্ত অটোবাইকের চাকায় পিষ্ট হয়ে সুবর্ণা আক্তার নামে এক শিশু ঘটনাস্থলেই মারা গেছে বলে শুনেছন।
থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) বুলবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে এসআই শামসুল হকসহ ফোর্স পাঠানো হয়েছে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামের গাজীরমোড় নামক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে আইনী প্রক্রিয়া শেষে যুবকের মরদেহ স্বজনদের নিকট হস্তন্তর হলে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়। এরআগে সোমবার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ- পুলিশ পরিদর্শক শফিকুজ্জামান সরকার যুবকের মরদেহ উদ্ধারপূর্বক সুরুতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠান। মৃত সাইদুল ইসলাম ঐ গ্রামের আব্দুর রশিদের ছেলে। সে বাড়ির পাশে নিজের মুরগী খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান যুবক সাইদুল।
ইউপি চেয়ারম্যান নজমুল হুদা জানান, সাইদুল ইসলাম সকালে নিজের মুরগী খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যাবার পর বিকেলে বিষয়টি জানাজানি হয়।
বিষয়টি নিশ্চিত করে থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন

এই ধরনের আরো সংবাদ