গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা শহরে চারলেন প্রকল্পের অধিগ্রহনকৃত জায়গা থেকে বিল্ডিং ভাঙ্গার সময় আজাদ হোসেন (৫০) নামে এক শ্রমিক এবং বিসিক গাইবান্ধায় কর্মরত ওয়ারেছ আলী নামের আরেক ব্যক্তি নিহত হয়েছে। ওয়ারেছ আলীর বাড়ি ঠাকুরগাও জেলায় আর নির্মান শ্রমিকের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খেয়াঘাট এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা রেজিস্ট্রি অফিসের সামনে শাহজাহান নামের ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানের পাকা বিল্ডিং ভাঙ্গার বেলা র ১টার দিকে দেয়াল ও ছাদ ধ্বসে পড়ে। এতে দেয়াল চাপায় শ্রমিক আজাদ ঘটনাস্থলে নিহত হয়।
ওয়ারেছ আলীকে গাইবান্ধা জেলা হাসপাতালের নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এসময় আহত আরেক শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার কাজ চালায়।