প্রেস বিজ্ঞপ্তি: গাইবান্ধায় বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসন ও কৃষিভিত্তিক কর্মাশিয়াল গ্রামের জন্য স্ট্রমী ফাউন্ডেশন এর সহযোগিতায় সিডস. প্রকল্পের আত্মনির্ভরশীল দলের নারী সদস্যদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরণের সবজি বীজ বিতরন করা হয়েছে।
আজ সকালে এ.আর মালিক সিডস্্ লিমিটেড মার্কেট ডেভেলমেন্ট এক্সকিউটিভ অফিসার কাইয়ুম প্রধান বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র এর সমন্বয়কারী আফতাব হোসেন ও প্রোগ্রাম অফিসার জহুরুল ফেরদৌস এর নিকট বীজ হস্তান্তর করেন।
পরে এসব বীজ সদর উপজেলার গিদারী ও ঘাগোয়া ইউনিয়নের নারী চাষীদের মধ্যে বিতরণ করা হয়।