ডেস্ক রিপোর্ট: গাইবান্ধায় সিআইপি ও ইউকেএইড এর অর্থায়নে ডিডিবায়ো প্রকল্পে মাধ্যমে নারী, ৫ বছরের নীচে শিশু এবং কিশোরীদের পুষ্টি সচেতনতায় কমিউনিটি পুষ্টি স্কলার (সিএনএস) নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
আজ সকালে জি.ইউ.কে সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবদুল মতিন উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাইনটিফিক অফিসার ড. জাহ্ঙ্গাীর আলম, সিআইপি’র উন্নয়ন ও কৃষি বিষয়ক বিশেষজ্ঞ মনোয়ার হোসেন, জিইউকে’র সমন্বয়কারী আফতাব হোসেন।
ডিডিবায়ো প্রকল্পটি বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রাম জেলায় ১১ হাজার ৬শ পরিবারের অর্থনৈতিক ও পুষ্টি উন্নয়নে কাজ করছে।