ক্রীড়া প্রতিবেদক:
গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার ২০২০-২০২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে সংস্থার গঠনতন্ত্রের অনুচ্ছেদ-২৪ এর ৪ ধারা মোতাবেক কার্যনির্বাহী কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন আগামী ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার ও পলাশবাড়ি সরকারি কলেজের প্রভাষক (সমাজ বিজ্ঞান) রাজীব আহমেদ স্বাক্ষরিত এক পত্রে এই নির্বাচনের তফসিলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০ সেপ্টেম্বর, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৬ সেপ্টেম্বর, মনোনয়নপত্র সংগ্রহ ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত, মনোনয়নপত্র দাখিলের তারিখ ১ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত, মনোনয়নপত্র বাছাই ৩ অক্টোবর এবং মনোনয়নপত্র প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থীতা তালিকা প্রকাশ ৫ অক্টোবর।