আফতাব হোসেন:
গত ২৪ ঘন্টায় গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি ৬ সেন্টিমিটার বেড়ে বেড়ে বিপদসীমার ৮৪ এবং ঘাঘট নদীর নতুন ব্রীজ পয়েন্টে ৫৪সেসেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও গাইবান্ধা সদর উপজেলার অন্তত পক্ষে লক্ষাধিক মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। ঝঁকিতে পড়েছে সাঘাটা উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সড়কের ৫০ পয়েন্ট।
গতকাল সোমবার বিকালে সাঘাটা-গাইবান্ধা সড়কের ভাঙ্গামোড় এলাকায় সড়কের গাইড ওয়াল ধ্বসে যায়। এতে আতংকিত হয়ে পড়ে বাধের পশ্চিম পাশের মানুষজন। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দীন জা্ঙ্হগীর সংবাদটি জানার সাথে সাথেই সড়ক ও জনপদ অফিসকে অবগত করেন। সাঘাটা থানা পুলিশও ঘটনাস্থলে এসে যানবাহন চলাচল সীমিত করে। পরে জেলা পুলিশের মাধ্যমে সাঘাটা থানা পুলিশ এসে সংস্কার কাজের দেখাশুনার দায়িত্ব নেন।
এরপর সড়ক বিভাগের লোকজন এসে ধ্বসে যাওয়া স্থানে কাঠের পাইলিং দিয়ে গাইড ওয়াল রক্ষার চেষ্টা করে।
এদিকে, আজ ম্ঙ্গলবার সকালে সড়কের গাইড নামক গাইড ওয়ালে ধ্বস নামে। এতে করে এই স্থান দিয়ে বন্যার পানি প্রবেশ করায় মারাত্মক ঝুঁকিতে পড়ে। এসময় স্থানীয় লোকজন গাছের গুড়ি ফেলে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
পরে সাঘাটা উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগের লোকজন এসে এটি রক্ষায় কাজ শুরু করে।