আফতাব হোসেন:
গত ২৪ ঘন্টায় গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ৩৭ সেন্টিমিটার বেড়ে বেড়ে বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার সাঘাটা, ফুলছড়ি ও গাইবান্ধা সদর উপজেলার অন্তত পক্ষে লক্ষাধিক মানুষ পানি বন্দী হয়ে পড়েছে।
এদিকে পাবিন্দী মানুষজন তাদের সহায় সম্পদ নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাধ ও বন্যা আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে। তবে, সাঘাটা উপজেলার বাশহাটা থেকে জুমারবাড়ি পর্যন্ত ২৫ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কার না করায় মারাত্মক ঝুঁকিতে রয়েছে পশ্চিম পাশের হাজার হাজার মানুষ।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানিয়েছেন, ভারতের আসামে বন্যা ও বৃষ্টিপাতের পানি নেমে আসায় ব্রহ্মপুত্র নদের পানি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।