ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাস প্রতিরোধে চীনের উদ্ভাবিত ভ্যাকসিনটির ট্রায়াল বাংলাদেশে হতে পারে। এই ট্রায়ালের সূত্র ধরে বাংলাদেশেও এর উৎপাদন শুরু হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ গতকাল শুক্রবার এ কথা বলেছেন।
বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের আয়োজনে ভার্চুয়াল কনফারেন্সে ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘করোনাভাইরাস নির্মূলে চীনের সম্ভাব্য ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে হতে পারে। এর সূত্র ধরে বাংলাদেশেও ভ্যাকসিনটির উৎপাদন শুরু হতে পারে। এটা বাংলাদেশের মানুষের জন্য করোনা মোকাবেলায় আরেক ধাপ সাফল্য বয়ে আনবে।’
করোনা পরিস্থিতির বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, ‘আগে দেশে আক্রান্ত একজন থেকে এই ভাইরাস ছড়াতে পারত দুজনের মধ্যে বা এর বেশি হারে। কিন্তু এখন সেই রিপ্রডাকশন রেট নেমে এসেছে ১.০৫-এ। এটা খুবই ভালো লক্ষণ। এখন আরো নিচে নামাতে পারলে দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। তা ছাড়া এখনো প্রতিদিন সংক্রমণের যে সংখ্যা পাওয়া যাচ্ছে তা অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছে।’
কনফারেন্সে অংশ নেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এম এস ফয়েজ, আইইডিসিআরের উপদেষ্টা ড. মুশতাক হোসেনসহ অন্যরা।
উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী এই করোনাভাইরাস। এরপর ভাইরাসটি ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। এ ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ৯৭ লাখের বেশি মানুষ। প্রাণ হারিয়েছে চার লাখ ৯২ হাজারের বেশি।