আফতাব হোসেন:
গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বিপদ সীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হ”েছ। এতে জেলার সাঘাটা ফুলছড়ি ও গাইবান্ধা সদর উপজেলার অন্তত পক্ষে শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
পানি ডুবে গেছে এসব এলাকার পাট, ভুট্টা ও বিভিন্ন ধরণের সবজি ক্ষেত। জেলার সাঘাটা উপজেলার মুন্সিরহাট, দক্ষিণ দিঘলকান্দি, দক্ষিণ উল্যা এবং ফুলছড়ি উপজেলার মধ্য উড়িয়ায় নদীভ্ঙ্গান তীব্র আকার ধারন করেছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হ”েছ এবং ঘাঘট , তিস্তা নদীর পানিও বাড়ছে।
এদিকে, গতকাল গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন ফুলছড়ি উপজেলার বিভিন্ন বাধ পরিদর্শন করেছেন।