1. aftabguk@gmail.com : aftab :
  2. ashik@ajkerjanagan.net : Ashikur Rahman : Ashikur Rahman
  3. chairman@rbsoftbd.com : belal :
  4. ceo@solarzonebd.com : Belal Hossain : Belal Hossain
×
     

এখন সময় বিকাল ৩:৪১ আজ মঙ্গলবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ২৩শে রবিউস সানি, ১৪৪৩ হিজরি
মহিমাগঞ্জে করোনা থেকে মুক্তি কামনায় মানবধর্ম প্রচারক সংঘের  প্রার্থনা

  • সংবাদ সময় : রবিবার, ২১ জুন, ২০২০
  • ২৬৮ বার দেখা হয়েছে

এবিএস লিটন, মহিমাগঞ্জ:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে বিশ^ যোগদিবস পালণ উপলক্ষে মহামারী করোনা ভাইরাস থেকে সারা বিশে^র মানুষের মুক্তির জন্য যোগ্যানুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। মানব ধর্ম প্রচারক সংঘের আয়োজনে গতকাল রোববার সকালে মহিমাগঞ্জ কর্মকারপাড়া গৃহাশ্রমে এ যোগ্য ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
পবিত্র গীতাপাঠ, যোগ্যানুষ্ঠান ও বিশেষ প্রার্থনা পরিচালনা করেন মানবধর্ম প্রচারক সংঘের উত্তরাঞ্চলীয় পরিচালক আচার্য শ্রীমৎ মন্তোষ ব্রহ্মচারী। এ সময় উপস্থিত ছিলেন খোকন চ্যাটার্জী, সুভাষ কর্মকার, সৌরভ ঘোষ, সুমন কর্মকার, বিমান সাহা, জনি সরকার, সনি সরকার সহ অন্যান্য ভক্তবৃন্দ।
উল্লেখ যে, বিশে^র ১৮০টি দেশে একই সময়ে এ যোগদিবস পালণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বিশে^র মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষে এ যোগ্যানুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

 
সংবাদটি শেয়ার করুন

এই ধরনের আরো সংবাদ