সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ায় গাইবান্ধার সাঘাটার দক্ষিণ উল্যাগ্রামে নদীভ্ঙ্গান শুরু হয়েছে। এতে করে মারাত্মক হুমকীর মধ্যে পড়েছে ঐহিত্যবাহী উত্তরাঞ্চলের সবচেয় বড় গরুর হাটসহ সরকারি-বেসরকরি অসংখ্যা স্থাপনা।
ইতোমধ্যে নদীগর্ভে চলে যেতে শুরু করেছে নদীর তীরবর্তী ভরতখালী ইউনিয়নের ঘরবাড়ি ও ফসলি জমি। করোনায় সামাজিক দুরত্ব বজায় রেখে, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড জরুরীভাবে নদীতে বালুর বস্তা (জিওব্যাগ) ফেলে ভ্ঙ্গান টেকানোর চেষ্টা করছে। ভাঙন আতঙ্কে ইতোমধ্যেই কয়েকশ পরিবার বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। ভয়াবহ নদীভাঙনের কবলে পরে প্রায় সর্বশান্ত হয়ে পরার উপক্রম হয়েছে আরও দুই সহস্রাধিক জেলে সম্প্রদায়ের পরিবার ।
পানি উন্নয়ন বোর্ডের রংপুর বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুস শহিদ নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোকলেছুর রহমান, ভরতখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছামসুল আজাদ শীতলসহ অন্যান্যরা।