1. aftabguk@gmail.com : aftab :
  2. ashik@ajkerjanagan.net : Ashikur Rahman : Ashikur Rahman
  3. chairman@rbsoftbd.com : belal :
  4. ceo@solarzonebd.com : Belal Hossain : Belal Hossain
×
     

এখন সময় রাত ১:৩৫ আজ সোমবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪২৮ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২১ খ্রিস্টাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪২ হিজরি
করোনার কারনে বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন দর্শনিয় স্থান

  • সংবাদ সময় : সোমবার, ১ জুন, ২০২০
  • ১৩৫ বার দেখা হয়েছে
আবু সাঈদ আল জিহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারনে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন দর্শনিয় স্থানঃ ছোট সোঁনা মসজিদ, খঞ্জন দিঘী মসজিদ, তোহা খানা, তোহা খানা মাজার সহ বন্ধ রয়েছে রয়েছে একাধিক পার্ক।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শত বছরের অতিহ্য এর আরেক নাম ছোট সোঁনামসজিদ, তোহা খানা, খঞ্জন দিঘী মসজিদ সহ রয়েছে তোহা খানা মাজার। এই সকল স্থান গুলিতে উপচে পড়া মানুষের ভিড়ের অবস্থানে আজ মানুষ এর নেই কোন দেখা।
এ নিয়ে তোহাখানা ও তোহাখানা মাজার এর গেইট পিয়ন কে জিজ্ঞাসা বাদের মাধ্যমে তিনি জানান, সরকারি নির্দেশনা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আদেশ সাপেক্ষে দেশ ও জাতির কল্যান, ও দেশ কে এই মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর হাত থেকে রক্ষা করার জন্য আমরা দর্শন আপাতত বন্ধ রেখেছি। এবং যতদিন সরকার থেকে কোন নির্দেশ না আসে ততদিন আমরা বন্ধ রাখবো।
সংবাদটি শেয়ার করুন

এই ধরনের আরো সংবাদ