বিপুল কুমার সরকার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে প্রবল বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ২ হাজার টাকা, শাড়ি, লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সদর উপজেলার দোগাছী, মোহাম্মদাবাদ, পৌর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসব বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি। এছাড়াও বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ভাদসা ইউনিয়নের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের সাহায্য দেবেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু, মোহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, দোগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতা সাজ্জাদ হোসেন সবুজ, সাবেক ছাত্রলীগ নেতা ও দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শামছুল আলম সুমন, দোগাছী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল রানা সহ নেতৃবৃন্দরা।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারদের চাল, ডাল, আলু, তেল, শাড়ি, লুঙ্গিসহ প্রায় ৫ লক্ষ টাকা সহযোগিতা করেছি এবং চলমান ভাবে আরো করবো। যতদিন করোনা পরিস্থিতি ও যেকোন দুর্যোগে আমার সাহায্য অব্যাহত থাকবে।