গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধা সদর হাসপাতালে সাইফুল নামে এক মানসিক ভারসাম্যহীন রোগী অস্বাভাবিক তান্ডব চালিয়েছে। সে হাসপাতালের গ্লাস, আসবাবপত্র এবং হাসপাতাল চত্ত্বরে রাখা ৫টি এ্যাম্বুলেন্স ভাংচুর করে।
জানা গেছে, মানসিক ভারসাম্যহীন সাইফুল ইসলাকে ২৬মে মঙ্গলবার রাতে গাইবান্ধা জেলার সাঘাটা থানার বোনার পাড়ায় শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। হঠাৎ শশুরবাড়ীর লোকজনকে মারধর করে, ঘরের জিনিসপত্র ভাংচুর করে। পরে শ্বশুরবাড়ীর লোকজন সাইফুল কে গতকাল রাতেই গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে তার আচরণের কারণে ডাক্তার সাইফুল কে ঘুমের ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রাখে। ২৭মে বুধবার সকালে সাইফুলের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরলেই সে সিগারেট চায় এবং সিগারেট না পেয়ে প্রথমে হাসপাতালের বেড ও ইমারজেন্সি রুমের জানালার কাচ ভাংচুর করে। পরে বেড়িয়ে হাসপাতালের বাহিরে দাড়িয়ে থাকা ৫টি এ্যাম্বুলেন্স ভাংচুর করে।
এঘটনায় সাইফুলকে আটক করেছে পুলিশ। এ দিকে মানসিক ভারসাম্যহীন সাইফুল পিবিআই এর কনেষ্টবল বলে জানা গেছে।