কুড়িগ্রাম প্রতিনিধি :সারাদেশের ন্যায় কুড়িগ্রামের নাগেশ্বরীতেও বৈশ্বিক বিপর্যয় করোনা ভাইরাস সংক্রামণ রোধে বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রাখতে গিয়ে এখানকার দিনমজুর অসহায় ও খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হওয়ায় কুড়িগ্রাম জেলা পরিষদের মাধ্যমে জেলা পরিষদ সদস্য মো: একরামুল হক বুলবুল জেলা পরিষদের ৪ নং ওয়ার্ড নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ, হাসনাবাদ, নেওয়াশী, সন্তোষপুর ও রামখানা ইউনিয়নে ২শত ১৫জন কর্মহীন দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে তার সাথে নেওয়াশী ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন সরকার ও ইউপি সদস্যগণ সহ এলাকার মান্যগন্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় সকলকে সচেতন থাকার, জনসমাগম এরিয়ে চলা ও পরিস্কার পরিছন্নতা বজায় রাখার আহবান জানান তারা।