কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে পুলিশ সুপারের উদ্যোগে শতাধিক তৃতীয় লিঙ্গ সম্প্রদায় (হিজরা)দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কলেজ মোড়স্থ কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে তাদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন বিপিএম।
ত্রাণ বিতরণে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি এ্যড. আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব ও সাংবাদিক হুমায়ুন কবির সূর্য প্রমুখ।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন বিপিএম, করোনা ভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে চলাসহ সকলকে ঘরে থাকার আহবান জানান।