আনোয়ার হোসেন,কুড়িগ্রাম প্রতিনিধি :
বিনামূল্যে সবজি বিতরণ করে শ্রমজীবিদের সহায়তার পাশাপাশি বিপুল পরিমান সবজি কৃষকদেও কাছ থেকে ক্রয় করে ন্যায্য মূল নিশ্চিত করছে। কুড়িগ্রাম প্রেসক্লাবে এই ব্যাতিক্রমী উদ্যোগকে অভিনন্দন জানাই। করোনা যুদ্ধে কর্মহীন হওয়া নানান পেশার শ্রমজীবিদের মাঝে মাসব্যাপী সবজি বিতরণ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। উদ্যোক্তাকে মহান আল্লাহ হেফাজত করবেন। কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে বিনামূল্য সবজি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ পনির উদ্দিন আহমেদ এসব কথা বলেন।
কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান ও করোনা যুদ্ধে কর্মহীনদের মাঝে সবজি বিতরণ অব্যাহত রয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টায় কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে প্রতিদিনের ন্যায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লবের উদ্যোগে দুই শতাধিক বিভিন্ন পেশার কর্মহীন নারী-পুরুষদের মাঝে বিনামূল্যে আলু, মিস্টিকুমড়া, বরবটি, করলা, শশা. লেবু, পটল, টমেটো, ও কলমি শাক বিতরণ করা হয়।
এসময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাংবাদিক খন্দকার একারামুল হক স¤্রাট, ফজলে ইলাহী স্বপন, সাইফুল ইসলাম, ছাত্রনেতা আলআমিন সরকার লিংকন, প্রদীপ, সামিউল প্রমূখ।
এছাড়াও ফেসবুক, ম্যাসেন্জার ও মোবাইলে কল করে নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন পেশার শ্রমজীবিদের বাসায় বাসায় গিয়ে সবজি দেয়া হয়। সবজি বিতরনে স্বেচ্ছা সেবক হিসেবে সহায়তা করেন মানবিক সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার নেতাকর্মীরা।