1. aftabguk@gmail.com : aftab :
  2. ashik@ajkerjanagan.net : Ashikur Rahman : Ashikur Rahman
  3. chairman@rbsoftbd.com : belal :
  4. ceo@solarzonebd.com : Belal Hossain : Belal Hossain
×
     

এখন সময় রাত ১২:৫৯ আজ শুক্রবার, ১৫ই শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২১ খ্রিস্টাব্দ, ১৮ই জিলহজ, ১৪৪২ হিজরি
করোনা রোগী শোবেন যেভাবে

  • সংবাদ সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ১৭৬ বার দেখা হয়েছে

প্রোন পজিশনিং বা উপুড় করে শোয়া এবং হাফ লায়িং পজিশনিং বা আধশোয়া অবস্থা হলো করোনার চিকিৎসায় স্বীকৃত এক ধরনের পদ্ধতি। ফুসফুস পেছনের দিকে বিস্তৃত হওয়ায় বন্ধ শ্বাসনালি খুলতে এই পদ্ধতি বেশ সহায়ক। এতে ফুসফুসে অক্সিজেনের পরিমাণ বাড়ে।

করোনাভাইরাসে সংক্রমিত অনেক রোগীই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। কারও জটিলতা বেশি হলে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। তবে যে যেখানেই চিকিৎসা নিন না কেন, অন্যান্য ব্যবস্থার পাশাপাশি রোগীর সেরে ওঠার ক্ষেত্রে তাঁর শোবার ভঙ্গিও গুরুত্বপূর্ণ। কাজেই এ বিষয়েও সচেতন থাকতে হবে।

প্রোন পজিশনিং বা উপুড় করে শোয়া এবং হাফ লায়িং পজিশনিং বা আধশোয়া অবস্থা হলো করোনার চিকিৎসায় স্বীকৃত এক ধরনের পদ্ধতি। ফুসফুস পেছনের দিকে বিস্তৃত হওয়ায় বন্ধ শ্বাসনালি খুলতে এই পদ্ধতি বেশ সহায়ক। এতে ফুসফুসে অক্সিজেনের পরিমাণ বাড়ে। এ পদ্ধতিতে বিশেষ করে শ্বাসকষ্টে ভোগা রোগীদের ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাচ্ছে। বিভিন্ন দেশে শ্বাসকষ্টের সমস্যা তীব্র হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটর দেওয়ার আগে রোগীকে এ সেবা দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের পরামর্শ হলো, করোনায় সংক্রমিত রোগীকে দিনে ১৬ ঘণ্টা করে উপুড় করে শুইয়ে রাখতে হবে। টানা এত সময় রাখা না গেলে ২টি সেশনে এ চিকিৎসা দেওয়া যায়। ৪ ঘণ্টা করে সময় ভাগ করেও এ পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। এভাবে ফুসফুসে সহজে অক্সিজেন পৌঁছতে পারে। বাসায় যাঁরা আইসোলেশনে আছেন, তাঁরাও দিনে কয়েকবার উপুড় হয়ে শুয়ে শ্বাসতন্ত্রের জটিলতা কমাতে পারেন। এতে ফুসফুসের সংকোচন–প্রসারণের সামর্থ্য বাড়ে, মিউকাস নিঃসরণ হয়, শ্বাসনালী বন্ধ হওয়ার প্রবণতা কমে আসে। হাসপাতালে এই চিকিৎসার আগে ফিজিওথেরাপিস্টের সহযোগিতা নিলে সুফল পাওয়ার হার বেড়ে যাবে। উপুড় হয়ে শুয়ে থাকার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করলে আরও ভালো ফল পাওয়া যায়।

লেখক: সহকারী অধ্যাপক, বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট, সিআরপি, সাভার, ঢাকা
সংবাদটি শেয়ার করুন

এই ধরনের আরো সংবাদ