1. aftabguk@gmail.com : aftab :
  2. ashik@ajkerjanagan.net : Ashikur Rahman : Ashikur Rahman
  3. chairman@rbsoftbd.com : belal :
  4. ceo@solarzonebd.com : Belal Hossain : Belal Hossain
×
     

এখন সময় রাত ২:১৭ আজ বৃহস্পতিবার, ৫ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৩ হিজরি
খোঁজ

  • সংবাদ সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ১৮২ বার দেখা হয়েছে

রাহুল রাজ

এসেছিল প্রেম, ভেসেছিল মন

দেখেছিল রাঙ্গা মুখ।

নিয়েছিল হাতে, দিয়েছিল কথা

গিয়েছিল যত দুখ।

 

সেই মুখ আজ বিমুখ হয়েছে

নতুন মুখের ভিড়ে।

খোঁজে তবু চোখে, কত নানা লোকে

গেছে যে বাঁধন ছিড়ে।

 

খাঁচা ভাঙ্গা পাখি

যতই না ডাকি-

খাঁচায় ফেরে না আর।

ডানার ভরে, পরের ঘরে

বন্ধ করে দার।

 

কত ফুল ফোঁটে কত বাগানে

সব হয় না মালা।

জয় যায় ডুবে, পরাজয় তলে

গোপন প্রেমের জ্বালা।
সংবাদটি শেয়ার করুন

এই ধরনের আরো সংবাদ