ডেস্ক রিপোর্ট: গাইবান্ধা জেলা প্রশাসনের স্থানীয় সরকারের অধিদপ্তরের মাধ্যমে আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএনডিপি ও ইউনাইটেট ট্রাস্ট এর অর্থায়নে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) গাইবান্ধা জেলার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ১৭টি ইউনিয়নে বাস্তবায়িত স্বপ্ন প্রকল্পের ৬১২জন বিধবা ও ১৭জন ইউনিয়ন ওয়ার্কারের মাঝে চাল, ডাল, আলু, আটা, চিড়া, চিনি, তেল, লবন, সাবানসহ বিভিন্ন ধরণের নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী এবং প্রত্যেককে বিকাশের মাধ্যমে ১৫শ টাকা প্রদান করা হয়। ফুলছড়ি উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন, সাঘাটায় উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দীন জাহ্ঙ্গাীর, ইউএনডিপি প্রতিনিধি জাহিদুল হক, গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর দুলাল করিম। এছাড়াও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ উপস্থিত ছিলেন।